শনিবার, ১৮ মে, ২০২৪
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

বন কর্মকর্তা সাজ্জাদ হত্যার পরিকল্পনাকারীসহ দুজন গ্রেপ্তার 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বন কর্মকর্তা সাজ্জাদ হত্যার পরিকল্পনাকারীসহ দুজন গ্রেপ্তার 

উখিয়ায় অবৈধ মাটির ডাম্পার চাপায় বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল হত্যার মূল পরিকল্পনাকারী কামালসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ কক্সবাজারের সদস্যরা। 

গত সোমবার রাতে র্যাব-১৫ একটি আভিযানিক দল হত্যার মূল পরিকল্পনাকারী পালিয়ে আত্মগোপনে চলে যাওয়া কামালকে চট্টগ্রামের সীতাকুন্ড হতে ও হত্যার সহযোগী হেলালকে উখিয়ার কোটবাজার হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার শাহ আলমের পুত্র কামাল উদ্দিন ও তুতুরবিল এলাকার নূর আলম মাইজ্জার ছেলে হেলাল উদ্দিন।

জানা যায়, গত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তিনি একাধিক অভিযান চালিয়ে পাঁচটি মাটিকাটার ড্রেজারসহ কয়েকটি ডাম্পার আটক করেছেন এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে বন আইনে কয়েকটি মামলাও করেছেন। ফলশ্রুতিতে এ বন কর্মকর্তা অপরাধী চক্রের চক্ষুশূলে পরিণত হন এবং অপরাধীরা তাকে শায়েস্তা করতে পরিকল্পনায় বসেন।

র্যাব-১৫’র অধিনায়ক বলেন, গত ২৯ মার্চ বন কর্মকর্তা সাজ্জাদ তার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বন বিভাগের আরও কয়েকজন সদস্য নিয়ে একটি অভিযান পরিচালনা করে পাহাড়ের মাটি বোঝাই করা অবস্থায় হত্যার মূল পরিকল্পনাকারী ড্রাইভার কামালের একটি ডাম্পার আটক করেন এবং এ ঘটনায় কামালসহ চারজনের বিরুদ্ধে বন আইনে মামলাও দেন। ফলে কামালসহ অন্য আসামিরা বন কর্মকর্তা সাজ্জাদের ওপর চরমভাবে ক্ষিপ্ত হন। এরপরই কামাল, হেলাল, সৈয়দ আলমসহ এ চক্র আরো কয়েকজন বন কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করে।

র্যাব-১৫’র অধিনায়ক সাজ্জাদ বলেন, এ হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার ও হত্যার সুষ্ঠু বিচার দাবিতে এলাকাবাসী ও বন কর্মকর্তা-কর্মচারি ও সংশ্লিষ্টরা মানববন্ধন করেন। 

পাশাপাশি ৩১ মার্চ রাতে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বাদী হয়ে এজহারনামীয় ১০ জন এবং অজ্ঞাত ৫ জনকে আসামি করে উখিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কামাল ও হেলাল হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে উল্লেখ করেন র্যাব-১৫’র অধিনায়ক। তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

টিএইচ